আজ রাতে সৌদি আরব থেকে দেশে ফিরছেন আরও ২৭ নিপীড়িত নারীকর্মী। রাত সোয়া ৮টায় এয়ার এরাবিয়া বিমান যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাবেন তারা। তাদের সহায়তা দেবেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।
Advertisement
বিষয়টি নিশ্চিত করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম কর্মকর্তা আল আমিন নয়ন জাগো নিউজকে বলেন, বিগত দুই মাসে দুই শতাধিক নির্যাতিত নারী দেশে ফিরেছেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সহায়তায় তারা দেশে ফিরছেন।
তিনি জানান, অমানবিক নির্যাতন সইতে না পেরে তারা ইমিগ্রেশন ক্যাম্পে আশ্রয় নেন। রিয়াদস্থ বাংলাদেশি দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ অার্নার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহায়তায় এই নারী শ্রমিকদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। রাত সোয়া ৮টায় এয়ার এরাবিয়ান একটি ফ্লাইটে হযরত শাহজালাল অান্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য মতে, ২০১৭ সালে অভিবাসী নারীর সংখ্যা ছিল ১২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, যা মোট অভিবাসন সংখ্যার ১৩ শতাংশ।
Advertisement
১৯৯১ থেকে ২০০৩ সাল পর্যন্ত অভিবাসন প্রত্যাশী নারী শ্রমিককে একা অভিবাসনে যেতে বাধা দেয়া হলেও পরবর্তীতে ২০০৩ এবং ২০০৬ সালে কিছুটা শিথিল করা হয়। ২০০৪ সালের পর থেকে ২০১৩ সাল পর্যন্ত নারী শ্রমিকের অভিবাসন হার ক্রমাগত বাড়তে থাকে। ২০১৫ সালে এ সংখ্যা দাঁড়ায় মোট অভিবাসনের ১৯ শতাংশে।
আরএম/জেএইচ/এমএস