রাশিয়া বিশ্বকাপের শুরুটা মনমতো হয়নি আর্জেন্টিনার। নিজেদের উদ্বোধনী ম্যাচেই নবাগত আইসল্যান্ড ১-১ গোলে ড্র করে আটকে দিয়েছে তাদের। এর ফলে সমীকরণটি একটু কঠিনই হয়ে গেলো আলবিসেলেস্তেদের জন্য। তবুও গ্রুপের 'ডার্ক হর্স' ক্রোয়েশিয়ার মুখোমুখি হবার জন্য প্রস্তুত হোর্হে সাম্পাওলির শিষ্যরা।
Advertisement
অনুশীলন পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি নিয়ে এমনটিই জানিয়েছেন আর্জেন্টিনার ডিফেন্ডার গ্যাব্রিয়েল মার্কাদো। ক্রোয়েশিয়া ম্যাচকে সামনে রেখে দলে কিছু পরিবর্তন আনতে পারেন কোচ হোর্হে সাম্পাওলি। এ নিয়ে মার্কাদো বলেন, ‘আমরা ভিন্ন পদ্ধতিতে কিছু কাজ করেছি। একটি তার খেলানোর জন্য প্রস্তুত রয়েছে। আমি আমার সর্বোচ্চটা দেব, যেখানেই খেলি না কেন!’
প্রথম ম্যাচে ড্রয়ের পর এখন জয় চাই আর্জেন্টিনার। ক্রোয়েশিয়া চ্যালেঞ্জ নিয়ে আর্জেন্টাইন এই ডিফেন্ডার বলেন, ‘এ ম্যাচটি আমাদের জন্য কঠিন হবে। আমরা আগের দিন তিন পয়েন্ট অর্জন করতে পারিনি, তাই আমাদের এ খেলাটি জিততেই হবে। তারপর আমরা নাইজেরিয়ার ম্যাচ নিয়ে ভাববো। কিন্তু এটা আমাদের জন্য অবধারিত এবং আমাদের এ ম্যাচটি জিততেই হবে।’
আইসল্যান্ডের সাথে অপ্রত্যাশিত ড্র নিয়ে মার্কাদো বলেন, আমি যা দেখেছি, তা সবাই দেখেছি। এটা খুব কঠিন একটি ম্যাচ ছিল। আপনি দেখবেন এই মুহূর্তে সব ম্যাচই কাছাকাছি হচ্ছে। আমরা এমন একটি দলের মুখোমুখি হয়েছি যারা জানতো আমাদের কীভাবে থামাতে হয়। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছিলাম, কিন্তু আমরা ভাগ্যের সহায়তা পাইনি; যা একটি ম্যাচ জিততে প্রয়োজন।’
Advertisement
আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করে সবার সমালোচনায় বিদ্ধ হচ্ছেন আর্জেন্টিনার সেরা খেলোয়াড় লিওনেল মেসি। এ নিয়ে মার্কাদো বলেন, ‘পেনাল্টি নিয়ে আমি বলার কে? লিও, আমি এবং আমার অন্যান্য সতীর্থ সবারই ভালো করার ইচ্ছা ছিল। আমরা আইসল্যান্ডের ম্যাচ নিয়ে আর পড়ে থাকতে পারি না। যা চলে গেছে, তার জন্য আমরা দুঃখবোধ করতে পারি না।’
ডিকেটি/এমএমআর/এমএস