খেলাধুলা

পগবাই সবচেয়ে সমালোচিত খেলোয়াড়!

রাশিযা বিশ্বকাপে সব টপ ফেবারিটরা হোঁচট খেলেও ব্যতিক্রম কেবল ফ্রান্স। একমাত্র তারাই নিজেদের প্রথম ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিতে পেরেছে। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছে লেস ব্লুজরা।

Advertisement

এই জয়ে সবচেয়ে বেশি অবদান নিঃসন্দেহে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবার। তার পা থেকে আসা গোলেই ম্যাচটি জেতে ফ্রান্স। এমন পারফরম্যান্সের পরও নিয়মিতই সমালোচনার শিকার হতে হচ্ছে তাকে। পগবা মনে করেন, তার মতো সমালোচিত আর অন্য কোন খেলোয়াড় হন না।

পগবা বলেন, ‘মনে হচ্ছে, অন্যদের চেয়ে আমার ভুল করার অধিকার কম রয়েছে। এটা মজার। আমি সবচেয়ে বড় ট্রান্সফার থেকে সবচেয়ে বেশি সমালোচিত খেলোয়াড় হয়েছি। সমালোচকরা সবসময়ই থাকবে। এটাই ফুটবল।’

ছোটবেলা থেকেই সমালাচনার শিকার কিংবা মোকাবেলা করে আসছেন বলে জানান পগবা। তিনি বলেন, ‘যখন আমি ছোট ছিলাম এবং বন্ধুদের সাথে খেলতাম, তখন আমরা একে অপরকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতাম। আমরা একে অপরকে বলতাম, কে ভালো খেলে আর কে খারাপ খেলে এটাই। আমার সাথেই এখন হয় এবং আমি সমালোচনাগুলোকে ছোটবেলায় যেভাবে মোকাবেলা করতাম এখনো সেভাবেই করি।’

Advertisement

সমালোচনায় এখন মজা পান বলে জানান পগবা। তিনি বলেন, ‘আমি এখন মজা করছি এবং এটাই একমাত্র উত্তর, যা আমি সমালোচকদের দিতে পারি। এটা বড় কোন ব্যাপার নয়। সবারই মতামত রয়েছে।’

ডিকেটি/আইএইচএচ/এমএস