দেশজুড়ে

সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় বাবা ও দুই মেয়ের মৃত্যু

সেলফি তুলতে গিয়ে নরসিংদীতে ট্রেনের ধাক্কায় বাবা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রায়পুরা আমিরগঞ্জ রেল ব্রিজে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাবা হাফিজুল ইসলাম (৪৫), তার ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে তারিন (১৪) ও শিশু সন্তান তুলি (২)। তারা পৌর শহরের বিলাসদি এলাকার বাসিন্দা।

Advertisement

জানা গেছে, ঈদ উপলক্ষে সোমবার বিকেলে পরিবার নিয়ে আমিরগঞ্জ ব্রিজ এলাকায় বেড়াতে যায় হাফিজুল ইসলাম। ছবি তুলতে তারা ট্রেন চলাচলকারী ব্রিজের উপর চলে যায়। এ সময় পেছন থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও দুই মেয়ের মৃত্যু হয়।তবে স্থানীয়রা বলছেন, বাবা ও মেয়েরা সেলফি তুলছিল। ট্রেন চলে আসলেও তারা দেখতে পায়নি।

রেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শাহ অালম বলেন, আমাদের ধারণা তারা ব্রিজে ঘোরাঘুরি করছিল। ট্রেন চলে আসলে তারা আর ব্রিজ থেকে বের হতে পারেনি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।

সঞ্জিত সাহা/এমএএস/এমএস

Advertisement