রাজনীতি

গাজীপুর সিটি নির্বাচনে প্রচারণায় নামছে কেন্দ্রীয় ১৪ দল

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমকে বিজয়ী করতে প্রচারণায় নামছে কেন্দ্রীয় ১৪ দল।

Advertisement

আগামী ২১-২৪ জুন পর্যন্ত কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ বিভিন্ন টিমে ভাগ হয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে এই প্রচারণা চালাবেন। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে মোহাম্মদ নাসিমের কক্ষে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

মোহাম্মদ নাসিম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সেখানকার জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর হোসেনকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, গণতন্ত্রী পার্টির ড. শাহদাৎ হোসেন ও অধ্যাপক ডা. শহিদুল্লাহ শিকদার, ওয়ার্কার্স পার্টির কামরুল হাসান খান, কমিউনিস্ট কেন্দ্রের নেতা ডা. ওয়াজেদুল ইসলাম, ন্যাপ নেতা ইসমাইল হোসেন, তরিকত ফেডারেশনের রেজাউল হক চাঁদপুরী, জাতীয় পার্টি জেপির আজিজ বাঙ্গাল, গণআজাদী লীগের নেতা নাসির উদ্দিন খানসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা প্রচারণায় অংশগ্রহণ করবে।

Advertisement

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশার মাইজভান্ডারী, ওয়ার্কার্স পার্টির নেতা আনিসুর রহমান মল্লিক প্রমুখ।

এইউএ/জেএইচ/পিআর