চার বছর পরপর হওয়া বিশ্বকাপ দেখার আগ্রহ কার না থাকে! ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ কে দেখার লোভ সামলানো কঠিন যে কোনো ফুটবল ভক্তেরই। কিন্তু সেটা যদি ফুটবল পাগল একটি জাতির কেউ হয় তার জন্য অসম্ভবই বটে। বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ দেখতে চাওয়া দোষের কিছু না। কিন্তু স্ত্রীর কারণে বিশ্বকাপ দেখতে যাওয়া হলো না এক মেক্সিকান নাগরিকের।
Advertisement
জার্মানির বিপক্ষে অবিস্মরণীয় এক জয়ের দিনে মাঠে অসাধারণ খেলেছে মেক্সিকানরা। দর্শক সারিতেও মেক্সিকানদের ছিল জার্মানদের থেকে বেশি উপস্থিতি। স্টেডিয়ামের বাইরে ফ্যানফেস্টেও দর্শকদের ভিড় চিল চোখে পড়ার মতো। সেখানেই দেখা গেল এক দল মেক্সিকানদের, যাদের কাছে ছিল একজনের কাগজের রেপ্লিকা।
মূলত বিশ্বকাপ দেখতে আসার জন্য কাগজের রেপ্লিকার মানুষটিও প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু তার স্ত্রী বিশ্বকাপ দেখতে আসতে দিবেন না। তাই বন্ধুদের কাছে নিজের একটি কাগজের রেপ্লিকা পাঠিয়ে দেন। বন্ধুরাও বেশ রসিক। তারা যেখানেই যান, সেই রেপ্লিকাকে সঙ্গে করে নিয়ে যান। সময়মতো তাদের সঙ্গে ঘুমও পাড়ান। সশরীরে না হোক কাগজের মানুষ হয়েও বিশ্বকাপ দেখার সৌভাগ্য হচ্ছে তার।
আরআর/এমএস
Advertisement