রাজনীতি

‘নির্বাচনে কে আসবে না আসবে তা বলবেন গণকরা’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোন দল আসবে আর কোন দল আসবে না- এর উত্তর গণকরা (জ্যোতিষী) দেবেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

Advertisement

সোমবার (১৮ জুন) সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের আত্মীয়-স্বজনরা ঈদের দিন তার সঙ্গে দেখা করতে পারেননি বলে অভিযোগ করছেন- এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘কারাবন্দিদের যে অধিকার সেই অধিকার অনুযায়ী কারাগারের ভেতর খালেদা জিয়াসহ যে বন্দীরা ছিলেন তাদের ভালো খাবার-দাবার পরিবেশন করা হয়েছে এবং ভেতরে ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে।’

‘কারাগারে কোনো বন্দীর ঈদ উদযাপনের যেটুকু অধিকার পাওয়ার কথা খালেদা জিয়া সেটুকুই ভোগ করেছেন। এখানে দুঃখ পাওয়ার কিছু নেই।’

Advertisement

বিএনপি নির্বাচনে আসবে বলে মনে করেন কি না- জানতে চাইলে জাসদ সভাপতি ইনু বলেন, নির্বাচনে কে আসবে আর কে আসবে না, এর উত্তর গণকরা দেবেন। আমি গণক নই, রাজনৈতিক কর্মী। আমি সংবিধান, আইন ও রাজনৈতিক অবস্থার ওপর বক্তব্য দিয়ে থাকি। সুতরাং দেশের সাংবিধানিক ও নির্বাচনী পদ্ধতি এখন যে পর্যায়ে আছে সেখানে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করাই কর্তব্য বলে মনে করি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘চক্রান্তকারীদের চক্রান্ত মোকাবেলা করে গত সাড়ে ৯ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত রাখতে সক্ষম হয়েছেন। ইনশাআল্লাহ ২০১৮ সালের সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত থাকবে, পাশাপাশি উন্নয়নের ধারাও বেগবান থাকবে।

আরএমএম/এএইচ/এমএস

Advertisement