খেলাধুলা

নিজেদের সমালোচনায় জার্মান ডিফেন্ডার হামেলস

প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়ে দিয়ে অঘটনের জন্ম দিয়েছে আন্ডারডগ মেক্সিকো। পুরো ম্যাচেই মেক্সিকানদের কাউন্টার অ্যাটাকের সামনে দিশেহারা ছিল জার্মান রক্ষণভাগ। স্রেফ ভাগ্যের কারণেই ব্যবধান আর বাড়াতে পারেনি মেক্সিকানরা।

Advertisement

বিশ্বকাপ ধরে রাখার অভিযান এমন বাজেভাবে শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই জার্মান ডিফেন্ডার ম্যাটস হামেলস নিজেদের ওপর বিরক্ত। তাই নিজেদের সমালোচনা করতেও দ্বীধা করেননি এ জার্মান ডিফেন্ডার।

হামেলস বলেন, ‘এটা খুবই স্বাভাবিক। আমরা সৌদিআবের সাথে যেভাবে খেলেছি, এখানেও একইভাবে খেলেছি। ব্যবধান শুধু, আরো শক্তিশালী প্রতিপক্ষের সাথে। আমরা কিছু জিনিস নিয়ে কথা বলেছি। যেমন- বল না হারানো, রক্ষণে মনযোগী হওয়া; কিন্তু মাঠে আমরা সঠিকভাবে কোনো কিছুই করতে পারিনি। মেক্সিকো যোগ্য দল হিসেবেই জিতেছে। কারণ আমরাই তাদের জন্য ব্যাপারটা অনেক সহজ করে দিয়েছি। এটা ঘটতে দেয়া উচিত হয়নি আমাদের।’

এ ছাড়া ম্যাচে প্রায়ই দেখা গেছে, জার্মানির ফুলব্যাকরা সবাই ওপরে উঠে গিয়ে আর নিচে নামেনি। যার ফলে ভুগতে হয়েছে সেন্ট্রাল ডিফেন্ডার হামেলস এবং বোয়াটেংকে। এ নিয়েও চটেছেন এ বায়ার্ন তারকা। হামেলস বলেন, ‘যদি সাত অথবা আটজন খেলোয়াড় আক্রমণাত্মকভাবে খেলে, তাহলে এটা পরিষ্কার যে দলের আক্রমণভাগ রক্ষণভাগ থেকে ভালো। এটাই আমি মাঝে মধ্যে মনে মনে বলি। আমাদের অবস্থা ভালো নয়, আপনাকে স্কীবার করতেই হবে। কখনো কখনো শুধু আমি আর জেরোম (বোয়াটেং) পেছনে ছিলাম। তাই তারা আমাদের নির্দয়ভাবে আক্রমণ করেছে।’

Advertisement

সতীর্থদের ঘুম থেকে জেগে ওঠার আহবানও জানিয়েছেন হামেলস। তিনি বলেন, ‘এখন একটি জেগে ওঠার ডাক দরকার। আমাদের এখন বাকি দুটি ম্যাচই জিততে হবে। নইলে বিশ্বকাপ আমাদের জন্য় এবারের মতো শেষ।’

ডিকেটি/আইএইচএস/এমএস