বিনোদন

বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির আয়োজন

বিশ্ব সঙ্গীত দিবস ২১ জুন। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে বর্ণাঢ্য কর্মসূচি।

Advertisement

দিবসটি উপলক্ষে ২১ জুন সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে উদ্বোধনী এবং জাতীয় নাট্যশালার লবিতে শিল্পী তিমির নন্দীর পিয়ানো বাদন ও শিল্পীদের মিলনমেলা অনুষ্ঠিত হবে।

জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা পর্বে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আলোচনা পর্বে শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচক থাকবেন বিশিষ্ট শিল্পী মুস্তাফা জামান আব্বাসী, মমতাজ বেগম, এন্ড্রু কিশোর, গাজী আব্দুল হাকিম, আইয়ুব বাচ্চু, সুজিত মোস্তফা, রেজওয়ানা চৌধুরী বন্যা।

সাংস্কৃতিক পর্বে শিল্পী চন্দন দত্তের পরিচালনায় সমবেত যন্ত্র সংগীত পরিবেশন করবে বাংলাদেশ যন্ত্র শিল্পী ফোরাম, একক বেহালা বাদন-শিল্পী রূপসী মমতাজ, সমবেত সংগীত- বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু দল, শিশু একাডেমি ও সরকারি সংগীত মহাবিদ্যালয়। ব্যান্ড সংগীত পরিবেশনায়-জলের গান ও গান পাগল।

Advertisement

এফএইচএস/এএইচ/পিআর