দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক সংঘর্ষে দু’জনের মৃত্যু

ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের ২৯ মাইল এলাকায় বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা যাত্রী ভর্তি একটি বিআরটিসি বাস ঠাকুরগাঁও মহাসড়কের ২৯ মাইল নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ড্রাইভার হেলপারসহ কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন।

ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে ১৭ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে বিআরটিসি বাসের সুপারভাইজার আব্দুর রহিম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে বেলা ১১টায় বিআরটিসি বাসের যাত্রী ফরিদপুর জেলার বাসিন্দা আরিফ মাহমুদ (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে।

Advertisement

 

রবিউল এহসান রিপন/এফএ/জেআইএম