গ্রুপ ‘এ’-তে মিসর তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় উরুগুয়ের। সেখানে শেষ মূহুর্তের গোলে ১-০ গোলে হেরে যায় তারা। পুরো ম্যাচেই সালাহ এদিন ছিলেন সাইড বেঞ্চে। কাঁধের ইঞ্জুরি পুরোপুরি সারিয়ে উঠতে না পারার কারণেই মূলতঃ সালাহকে মাঠে নামাননি মিসর কোচ।
Advertisement
মিসর কোচ হেক্টর কুপার বলেন , ‘আমরা ঝুঁকি এড়াতে চেয়েছিলাম। তাকে সেরা অবস্থায় রাশিয়া এবং সৌদি আরবের বিপক্ষে চাই। এ কারণেই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামাইনি।’
তবে স্বস্তির খবর হচ্ছে, মিশরের ট্রেনিং সেশনে যোগ দিয়েছেন মোহাম্মদ সালাহ এবং পুরো ট্রেনিং সেশনেই দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবারই স্বাগতিক রাশিয়ার বিপক্ষে মাঠে নামবেন এ ২৬ বছর বয়সী মিসর ফরোয়ার্ড। প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে চলে যাওয়া মিসরের জন্য অবশ্যই স্বস্তির খবর এটি। সে সঙ্গে মিসরীয়রাও প্রার্থনায় থাকবেন তাদের ‘রাজা’-র কাছ থেকে দারুণ কিছু দেখার।
ডিকেটি/আইএইচএস/পিআর
Advertisement