পাঁচদিন ঈদের ছুটির পর আগামীকাল সোমবার আবার সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এদিন বিকেল ৩টায় সংসদের বৈঠক শুরু হবে।
Advertisement
গত ১২ জুন মঙ্গলবার সংসদের বৈঠক মুলতবি করা হয়। এর আগে ৭ জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২৮ জুন বাজেট পাস হবে।
জানা গেছে, সোমবার সংসদের বৈঠক শুরুর পরই বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, খাদ্য মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব রয়েছে। এসব প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হবে। এরপর শুরু হবে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা। চলমান সংসদের ২১তম এই অধিবেশন ৬ জুন মঙ্গলবার সকালে শুরু হয়। এটি ১২ জুলাই পর্যন্ত চলার কথা রয়েছে। এর আগের ২০তম অধিবেশন ৮ এপ্রিল শুরু হয়ে ১২ এপ্রিল পর্যন্ত চলে। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।
এইচএস/জেএইচ/এমএস
Advertisement