জাতীয়

সারাদেশে ফিটনেসবিহীন গাড়ি চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

দেশের সব সড়কে ফিটনেসবিহীন কোন গাড়ি চলবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রায় ১৯ লাখ ভুয়া লাইসেন্সধারী গাড়িচালকের (ড্রাইভারের) লাইসেন্স জব্দ ও তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত।পত্রিকার প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।আগামী ৩০ দিনের মধ্যে সড়ক পরিবহন (যোগাযোগ সচিব) সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।এছাড়াও আইন অনুযায়ী (মটর ভিহিকেল অর্ডিন্যান্স-১৯৮৩) আওতায় নেই, কিন্তু মটরযান হিসেবে রাস্তায় চলাচল করে এমন সব যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা নিবেন কর্তৃপক্ষ। ৩০ দিনের মধ্যে আদালতের এ আদেশ পালন করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যানকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।পাশাপাশি এ বিষয়ে আদালত রুলও জারি করেছেন। রুলে ভুয়া লাইসেন্সের বিষয়টি জানার পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন আদালত।আগামী ৪ সপ্তাহের মধ্যে সড়ক পরিবহন (যোগাযোগ সচিব) সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। তার আগে গত ২ আগস্ট ইংরেজী দৈনিক ডেইলী সান ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিবেদন  প্রকাশ পায়। প্রসঙ্গত, গত ২ আগস্ট ইংরেজি দৈনিক ডেইলি সানে `Road Accid ents-19 lakh fake drivers rule the highways’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে আদালত এ আদেশ দেন।ওই প্রতিবেদনে বলা হয়, ‘১৫ থেকে ২১ জুলাইয়ের মধ্যেই ১৫৪টি দুর্ঘটনায় ১৯১ জন মারা গেছে। এসব দুর্ঘটনার মধ্যে ৬০ শতাংশই ঘটেছে চালকের ভুলে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) গত জুন মাসের তথ্য পর্যালোচনায় দেখা যায়, দেশে ১৮ লাখ ৭৭ হাজার চালকের কাছে বৈধ লাইসেন্স নেই।এফএইচ/এআরএস/এসকেডি/পিআর

Advertisement