কাজান এরিনায় ফ্রান্স-অস্ট্রেলিয়া ম্যাচের প্রথমার্ধে গোল পেলো না কোনো দলই। ফরাসিরা দাপট দেখিয়ে খেললেও গোলমুখ খুলতে পারেননি অ্যান্তোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপেরা। ফলে ০-০ স্কোরলাইনেই শেষ হয়েছে প্রথমার্ধের খেলা।
Advertisement
বল নিয়ন্ত্রণ কিংবা দখলে এগিয়ে ছিল, এগিয়ে ছিল অন-টার্গেট শটেও। চারটি শট গোলমুখে নিয়েছে ফ্রান্স। কিন্তু জাল কাঁপাতে পারেননি ফরাসি দলের তারকা ফুটবলাররা।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই অস্ট্রেলিয়াকে আক্রমণ করে ফ্রান্স। ডান প্রান্ত দিয়ে কিলিয়ান এমবাপের শট আটকে দেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাথিউ রায়ান। এর ঠিক তিন মিনিট পর বক্সের বাইরে থেকে নেয়া পল পগবার ফ্রি-কিকও সহজেই রুখে দেন তিনি। অষ্টম মিনিটে গ্রিজম্যানের হেডও জাল পায়নি।
১৮তম মিনিটে সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়াও।কিন্তু ম্যাথিউ লেকির হেড গোলবারের ডানদিক দিয়ে চলে যায়।
Advertisement
এরপর অনেকগুলো সুুযোগ তৈরি করেছে ফ্রান্স। কিন্তু গোল আর পাওয়া হয়নি। ফলে প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়েছে।
এমএমআর/পিআর