জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ একটি পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই পরিকল্পনাকে গ্রিন হাউস গ্যাসের নির্গমন মোকাবেলায় সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পরিকল্পনা হিসেবে বলা হচ্ছে। খবর বিবিসির। সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন এই পরিকল্পনা ঘোষণা করবেন বলে জানা গেছে। আগামী ১৫ বছরে গ্রিন হাউস গ্যাসের নির্গমনের পরিমাণ কমিয়ে আনতে এ পরিকল্পনা নেয়া হয়েছে। ক্লিন পাউয়ার প্ল্যান নামে নতুন এ পরিকল্পনার কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে হোয়াইট হাউজ জানিয়েছে। ওবামা এ পরিকল্পনাকে এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপের মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন। নতুন এ পরিকল্পনায় বাতাস, সৌরশক্তি ও অন্যান্য নবায়ণযোগ্য শক্তির ওপর গুরুত্বারোপের কথা বলা হয়েছে। তবে জ্বালনি সংশ্লিষ্ট অনেকেই এ পরিকল্পনার বিরোধিতা করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট কয়লার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।এছাড়া দেশটির কয়েকটি অঙ্গরাজ্যের কর্মকর্তারা বারাক ওবামার এ পরিকল্পনাকে এড়িয়ে চলবেন বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন।এদিকে নতুন এ পদক্ষেপের ফলে চলতি বছরের শেষের দিকে প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বিষয়ে আলোচনায় ওবামা কিছু সুবিধা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।এসঅাইএস/এমএস
Advertisement