স্মৃতিনিয়া লেখা প্রেমসাখাওয়াত টিপুবুঝি বা পথের পরে অরূপ কি রূপে ধরেধূলি মাখা দেহ মোর মৃদু মন্দ ধন্য তোর এই শ্যাম বক্ষে তরল বলাকে মরে গেলে নাম নাই, আরধ্বনিত রজনী শেষে, তারহেন রতি বিপরীতে লহ সুধা সাতরাতেজঘন দেহের ভর দোলে অঙ্গ নৃত্যপরধর তব মক্ষেঅমিত্রা ছলকেওষ্ঠ ছিঁড়ে কণ্ঠ ধায়, কারললিত শ্রবণে আসে, ধারমম মৃত্যু এবাকাশেচাঁদ নাই তারি পাশেছায়ার ভেতরে তুমি জেগে আছে অন্তর্যামী সম তব তালে দাদরা পলকে আরক্ত চুমুর দাগ, সখিআজ অতীতেই লিখে রাখি!২২/০৪/২০১৫এইচআর/পিআর
Advertisement