তথ্যপ্রযুক্তি

দেশিয় সফটওয়্যারে হোক আপনার ব্যবসা

সময় এখন ইন্টারনেটের। হাতে মুঠোয় ব্যবসা-বাণিজ্যের সবকিছু। হালখাতায় লেগেছে দিনবদল। কি-বোর্ড আর মাউসের ক্লিকেই এখন চলে হিসাব-নিকাশের আদ্যোপান্ত। অনলাইন নির্ভর সফটওয়ারের সুবিধায় ঘরে বসেই জানা যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের কেনাকাটার সব তথ্য। বিশ্বজুড়ে এসব সুবিধা দিচ্ছে ব্যবসা সংশ্লিষ্ট হাজারো সফটওয়ার। পিছিয়ে নেই বাংলাদেশও। বিজআরপি নামের এমনই একটি সফটওয়্যার তৈরি করেছে এদেশের তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান করিৎকর্মা। যা দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব কেনাকাটা থেকে শুরু করে আয়-ব্যয়ের সব হিসাব।করিৎকর্মা লিমিটেড ২০১০ সালে এই প্রকল্পটির কাজ শুরু করে। মূলত উদ্যোক্তাদের সহযোগিতা করার লক্ষ্যে তারা প্রকল্পটি হাতে নেয়। পরবর্তীতের চাহিদার ভিত্তিতে বিজআরপি এখন বাণিজ্যিক ভাবে বিক্রি হচ্ছে। বাংলাদেশের ডাটাসেন্টার ব্যবহার করে খুবই সহজেই ইন্টারনেটের মাধ্যমে এই সফটওয়ার দিয়ে ব্যবসা পরিচালনা করা যাচ্ছে। এই সফটওয়্যার সিস্টেম ব্যবহারের জন্য শুধু ইন্টারনেট ব্রাউজারই যথেষ্ঠ। এজন্য কম্পিউটারের বাড়তি কনফিগারেশনের প্রয়োজন নেই। চাইলে যে কোনো স্মার্টফোনে দিয়ে এটি ব্যবহার করা যায়।কিভাবে কাজ করে?মনে করেন, ঢাকায় সুপার শপের ৫টি শাখা আছে। প্রতিটি শাখায় রয়েছেন একজন হিসাবরক্ষক যিনি ওই শাখার সকল পণ্য ক্রয় ও বিক্রয়ের হিসাব রাখেন বিজআরপিতে। আর ৫ সেন্টার পরিচালনা করার জন্য রয়েছেন একজন ব্যবস্থাপক। যিনি বিজআরপি এর মাধ্যমে সবসময় ৫ শাখার ক্রয় ও বিক্রয়ের আপডেট দেখছেন। জানতে পারছেন কখন কোন শাখায় কোন পণ্য বিক্রি হচ্ছে? কত টাকা আয় হচ্ছে? কোন কোন পণ্য নতুন করে কিনতে হবে?খরচাপাতিবিজআরপি সফটওয়ার ব্যবহার করতে প্রতি মাসে প্রতি ব্যবহারকারীকে দিতে হবে ৫০০ টাকা। তবে একটি সফটওয়ারের জন্য শুরুতেই কমপক্ষে ৫ জন ব্যবহারকারী থাকতে হবে। করিৎকর্মার প্রধান নির্বাহী লুৎফুর রহমান নির্ঝর বলেন, ‘বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাহরাইন, মোজাব্বিকে আমরা সেবা দিচ্ছি। বর্তমানে ১৭ ভাষায় আমরা এই সফটওয়ার সরবরাহ করছি। বাংলাদেশে দিন দিন এর চাহিদা বেড়েই চলছে। বিজআরপি’র প্রতি তরুণ ও নতুন উদ্যোক্তাদের আগ্রহ বেশি।’  বিজআরপি নিয়ে বিস্তারিত জানা যাবে www.karitkarma.com এই ঠিকানায়।

Advertisement