খেলাধুলা

সংখ্যায় সংখ্যা মরক্কো-ইরান ম্যাচ

কী হওয়ার কথা ছিল আর কী হল! পুরো ম্যাচ দাপটের সঙ্গে খেলে অতিরিক্ত সময়ের আত্মঘাতী গোলে স্বপ্ন ভঙ্গ হলো আফ্রিকান জায়ান্ট ইরানের। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগুচ্ছে তখনই আত্মঘাতী গোল খেয়ে বসে মরক্কো। দীর্ঘদিন পর ম্যাচ জয়ের স্বাদ পায়। সংখ্যায় সংখ্যায় দেখে নেওয়া যাক ম্যাচের কিছু মাইলফক।

Advertisement

১- বিশ্বকাপ ইতিহাসের প্রথম দল হিসেবে অতিরিক্ত সময়ের আত্মঘাতী গোলে জয় পেল ইরান।

১- ১৯৬৬ সালের পর প্রথম দল হিসেবে বিশ্বকাপে গোলমুখে কোন শট না নিয়েই গোল করলো ইরান।

১- ২০০৬ সালের পর প্রথম বদলি ফুটবলার হিসেবে বিশ্বকাপে আত্মঘাতী গোল করলেন মরক্কোর আজিজ বউহাদ্দাজ।

Advertisement

৪- বসনিয়ার কাছে ২০১৪ বিশ্বকাপে ৩-১ গোলে হারার পর গেল চার বছরের কোন প্রতিযোগিতামূলক ম্যাচ হারেনি ইরান। এই সময়ে ২৩টি ম্যাচ খেলে ১৬টিতেই জয় পেয়েছে তারা। ড্র ছিল ৭টিতে। যেখানে তাদের ক্লিন শিটই রয়েছে ১৮টি ম্যাচে।

১২- টানা ১২ মাস অর্থাৎ এক বছর অপরাজেয় থাকার পর হারের মুখ দেখলো মরক্কো। এই ম্যাচের আগে সর্বশেষ তারা ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরেছিল। এই ১৮টি ম্যাচে ছিল ১৪টি জয় ও ৪টি ড্র।

আরআর/

Advertisement