ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদফতর ও বন বিভাগের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ১০ দিনব্যাপি ফলদ ও বৃক্ষ মেলা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পৌর মুক্তমঞ্চে এ মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।মেলা উদ্বোধনের আগে শহরের ফারুকী পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মুক্ত মঞ্চে এসে শেষ। এরপর সেখানে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, বিভাগী বন কর্মকর্তা (কুমিল্লা অঞ্চল) মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা প্রমুখ। এবারের মেলায় দেশীয় ফলদ ও ওষধি বৃক্ষের ২০টি স্টল দেওয়া হয়েছে।আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস
Advertisement