সিঙ্গাপুরের শ্বেমবয়াং আশইয়াফাহ মসজিদে প্রবাসী বাঙালিদের ঈদের জামাতে ইমামের দায়িত্ব পালন করেছেন নরসিংদীর মাওলানা মো. নিজাম উদ্দীন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় আশইয়াফাহ মসজিদে প্রবাসী বাংলাদেশিদের জন্য ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
Advertisement
এই জামাতে বাংলায় তাফসির করেন প্রবাসী ইমাম নিজাম উদ্দীন। জামাতে সিঙ্গাপুরে অবস্থানরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীসহ স্থানীয়রা অংশ নেন।
ঈদের নামাজ শেষে বাংলাদেশ, সিঙ্গাপুরসহ বিশ্বের সব মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। ঈদ জামাত পরিচালনায় ইমাম নিজাম উদ্দীনকে সহযোগিতা করেছেন আব্দুল করিম, বাচ্চু এবং মোহাম্মদ আল সামি।
নিজাম উদ্দীন ১৯৯৬ সাল থেকে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি নরসিংদীর দক্ষিণ পলাশের আমির উদ্দীন মুন্সির ছোট ছেলে। আমির উদ্দীন মুন্সি আমৃত্যু দক্ষিণ পলাশ জামে মসজিদের ইমাম ছিলেন।
Advertisement
এআর/এসএইচএস/পিআর