দেশজুড়ে

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা

আষাঢ়ের প্রথম দিনে শুক্রবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

যশোর আবহাওয়া অফিস জানিয়েছে, যশোরসহ খুলনাঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে। শুক্রবার বিকেল ৩টার দিকে যশোরে সর্বোচ্চ ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন এই জেলায় সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার সারাদেশের মধ্যে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল।

এদিকে তীব্র তাপদাহে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছে। বিকেলে বড়বাজারে ঈদের কেনাকাটা করতে আসা চাচড়া এলাকার জসিম উদ্দিন জানান, রোজা থেকে বাজারে এসে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এখন কোনো মতে বাড়ি ফিরতে পারলেই বাঁচি।

Advertisement

দড়াটানায় রিকশাচালক আবুল কাশেম জানান, দুই প্যাডেল রিকসা চালালেই মাথা ঘুরে উঠছে। গরমে প্রাণ বাঁচানোই দায় হয়ে পড়েছে।

মিলন রহমান/আরএআর/এমএস