ক্রোয়েশিয়া শক্তিশালী প্রতিপক্ষ হলেও তাদের রুখতে প্রস্তুত নাইজেরিয়া। সুপার ঈগলদের কোচ গার্নট রোরের আশাবাদ, ক্রোয়েটদের হারিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করবে তার দল। নাইজেরিয়ার খেলোয়াড়রা শারীরিক ও মানসিক দু’দিকেই প্রস্তুত বলে প্রতিপক্ষকে সতর্ক করে দিলেন সাবেক এই জার্মান খেলোয়াড়।
Advertisement
দু’বছর আগে আফ্রিকান দলটির দায়িত্ব নেওয়ার পর থেকেই ধারাবাহিক খেলা উপহার দিয়ে আসছে নাইজেরিয়া। বিশ্বকাপে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, আইসল্যান্ডের সাথে কঠিন এক গ্রুপে পড়লেও ভালো কিছু করে দেখানোর জন্য উদগ্রীব হয়ে আছে ৩ বারের আফ্রিকান নেশন্স কাপজয়ীরা। গত বছরের নভেম্বরে প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ৪-২ গোলে ধসিয়ে দেওয়ার সুখস্মৃতিটাও যে এখনও তরতাজা তাদের।
ক্রোয়েশিয়া বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে দলের অবস্থা তুলে ধরেন রোর। তিনি বলেন, ‘আমরা এ ম্যাচটি নিয়ে দারুণ আশাবাদী। এটা অনেক কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। তবে শারীরিক ও মানসিকভাবে আমরা এখন পুরোপুরিভাবে তৈরি আছি। আমরা কিছু মানসম্মত প্রস্তুতি ম্যাচেও অংশগ্রহণ করেছি আর অস্ট্রিয়াতে আমরা দ্বিগুণ অনুশীলন সেরে নিয়েছি। এসেনতুকিতে নামার পর আমরা আমাদের কৌশলগত দিক নিয়েও কাজ সেরে নিয়েছি।’ সুপার ঈগল কোচ বিশ্বাস করেন, বিশ্বকাপে ভালো করতে ভালো শুরুটা খুব প্রয়োজন। এ সম্পর্কে তিনি বলেন, ‘এরকম সেরাদের টুর্নামেন্টে অবশ্যই আপনার খুব ভালোভাবে শুরু করা প্রয়োজন। আর আমরা শনিবার এরকম কিছু করার প্রত্যাশাই করছি।’
এসএস/এমএমআর/এমএস
Advertisement