সেন্ট লুসিয়া টেস্টে ক্যারিবীয় বোলিং তোপে একেবারেই সুবিধা করতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। তবে ব্যতিক্রম ছিলেন দীনেশ চান্দিমাল। লঙ্কান অধিনায়ক বলতে গেলে একাই টেনে নিয়েছেন দলকে। তার হার না মানা সেঞ্চুরির পরও অবশ্য প্রথম ইনিংসটা ২৫৩ রানেই গুটিয়ে গেছে সফরকারিদের।
Advertisement
চান্দিমাল সেঞ্চুরি পেয়েছেন। বাকিরা কেউ হাফসেঞ্চুরিও ছুঁতে পারেননি। ১৫ রানে ২ উইকেট হারানোর পর অবশ্য একটু দায়িত্ব নিয়ে খেলেছেন কুশল মেন্ডিস। ৪৫ রান করে তিনিই দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক।
শেনন গ্যাব্রিয়েল আর কেমার রোচের আগুনে বোলিংয়ে নিয়মিত বিরতিতেই উইকেট খুইয়েছে শ্রীলঙ্কা। একটা প্রান্ত ধরে ছিলেন চান্দিমাল। পাঁচ নাম্বারে ব্যাটিং করতে নামা লঙ্কান অধিনায়ক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১৯ রানে। ১৮৬ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি আর ১ ছক্কা হাঁকিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৫৯ রানে ৫টি উইকেট নিয়েছেন গ্যাব্রিয়েল। ৪৯ রান খরচায় ৪ উইকেট সঙ্গী পেসার রোচের।
Advertisement
জবাব দিতে নেমে প্রথম দিনে মাত্র ২ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে ক্যারিবীয়রা। বিনা উইকেটে তারা তুলেছে ২ রান। উইকেটে আছেন দুই ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট আর ডেভন স্মিথ।
এমএমআর/এমএস