আসামী ধরতে গেলে পুলিশের সঙ্গে গোলাগুলিতে চট্টগ্রামে টেনশন গ্রুপের হাসান নামের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে। পরে আহত অবস্থায় আটক করা তাকে। রোববার রাতে নগরীর আমিন জুটমিল আলীনগর এলাকায় আসামি গ্রেফতারের সময় এই ঘটনা ঘটে।বায়েজিদ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাত ৮টার দিকে আলীনগর থেকে একটি কিরিচসহ হাসানকে আটক করে পুলিশ। থানায় নেয়ার পর জিজ্ঞাসাবাদে হাসান জানায়, টেনশন গ্রুপের আরেক সদস্য রহমানের বাসায় আরো কয়েকটি কিরিচ আছে এবং সেখানে ওই গ্রুপের কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ রাত আড়াইটার দিকে হাসানকে নিয়ে আলীনগরে রহমানের বাসায় অভিযান চালাতে যায়। পুলিশ ওই বাসা থেকে ১০টি কিরিচ উদ্ধার করে। এরপর রহমানসহ সন্ত্রাসীদের ধরতে আশপাশের এলাকায় অভিযান চালানোর সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষে ১০-১৫ রাউণ্ড গোলাগুলি হয়েছে বলে জানান ওসি। ওসি আরো জানান‘গোলাগুলিতে পালাতে গিয়ে হাসান গুলিবিদ্ধ হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেনশন গ্রুপের আর কাউকে গ্রেপ্তার করা যায়নি। ’ ওসি বলেন, হাসানের বিরুদ্ধে বায়েজিদ থানায় একটি মামলা আছে। এই সন্ত্রাসী গ্রুপটি টেনশন গ্রুপ হিসেবে পুলিশের তালিকাভুক্ত। ছিনতাই, চাঁদাবাজি, ভূমি দখল, মারামারি করে এ গ্রুপের সন্ত্রাসীরা পুরো এলাকাকে সবসময় অশান্ত করে রাখে। রাজনৈতিক পরিচয়েও অনেক সময় এরা অপরাধ করে। এসকেডি/এমএস
Advertisement