খেলাধুলা

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল!

র‍্যাংকিং বিবেচনায় বিশ্বের চতুর্থ সেরা দল পর্তুগাল। ২০১৬ সালে সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। কিন্তু চলতি বিশ্বকাপে শিরোপা দাবিদার হিসেবে ধরা হচ্ছেনা পর্তুগালকে।

Advertisement

তবে ফুটবল বোদ্ধারা বিশ্বকাপ জয়ে পর্তুগালের খুব বেশি সম্ভাবনা না দেখলেও, দেশটির মিডফিল্ডার জোয়াও মুতিনহো মনে করেন বিশ্বকাপ জয়ের জোরালো সম্ভাবনা রয়েছে পর্তুগাল। শুক্রবার স্পেনের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রোনালদোর পর্তুগাল।

সেই ম্যাচের আগেই নিজেদের সম্ভাবনার কথা জানান মুতিনহো। তিনি বলেন, ‘আমি মনে করি পর্তুগাল বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার। আরও অনেক ফেবারিট দল রয়েছে। তবে ভুলবেন না আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। হতে পারে আমরা মূল ফেবারিট দল নই। তবে আমরা আশাবাদী। আমরা সবসময়ই সুদূরপ্রসারী লক্ষ্য নির্ধারণ করি।’

স্পেনের বিপক্ষে ম্যাচের ব্যাপারে বলতে গিয়ে মুতিনহো জানান, ‘আমরা জানি কিভাবে স্পেনের বিপক্ষে খেলতে হবে। তারা শক্তিশালী দল। তাদের বিপক্ষে জিততে আমাদের সেরাটাই খেলতে হবে। আমরা চেষ্টা করবো আমাদের সমর্থকদের মুখে হাসি ফোঁটাতে। জেতার জন্য সবকিছু করতে প্রস্তুত আমরা।’

Advertisement

এসএএস/জেআইএম