ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত এ অবস্থা অব্যাহত রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ।
Advertisement
সরেজমিনে দেখা যায়, ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র ব্রিজ, পাটগুদাম মোড়, বাইপাস মোড়, বইলর, চুরখাই, ত্রিশাল, বাগান, ভরাডোবা, ভালুকা, সিডস্টোরে এলাকায় যানজট চরম আকার ধারণ করেছে। কোথাও কোথাও খুবই ধীর গতিতে গাড়ি চলছে। যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বসে থাকা যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।
ঈদকে সামনে রেখে রাস্তায় অতিরিক্ত গাড়ি নেমে আসায় এই যানজটের মাত্রা বেড়েছে বলে জানিয়েছেন যান চালকরা।
যাত্রীবাহী এক বাসের চালক জানান, বৃহস্পতিবার সাহরির পর থেকেই যানজটের মাত্রা বেড়েছে। যানজটের কারণে ১ ঘণ্টার রাস্তা ৫ ঘন্টাতেও পার হওয়া যাচ্ছে না।
Advertisement
দিঘারকান্দা বাইপাস মোড়ের দোকানি রতন মিয়া জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে বাইপাস মোড়ে ব্যাপক যানজট ছিল। এই মোড় পার হতে প্রতিটি যানবাহনকে প্রায় এক ঘণ্টার ওপরে সময় লেগেছে।
যানজটের কথা স্বীকার করে ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, যানজট নিরসনে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে। ঈদ উপলক্ষে যানবাহনের সংখ্যা বেশি থাকায় যানজটের মাত্রা বেড়েছে।
এফএ/জেআইএম
Advertisement