খেলাধুলা

মরক্কোকে হারানোর সামর্থ্য আছে ইরানের : কুইরোজ

বিশ্বকাপের দ্বিতীয় দিনই তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই মুসলিম দেশ মরক্কো এবং ইরান। মরক্কো তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ হলেও তাদের হারানোর আশা করছেন ইরানের পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সমর্থকদের এই আশার কথাই শোনালেন ইরানি কোচ। নিজেদের সামর্থ্যের সবটুকু ঢেলে দিলে এটা (জয়) সম্ভব বলেও মনে করেন এই বর্ষীয়ান কোচ।

Advertisement

এ নিয়ে পাঁচবার বিশ্বকাপে অংশগ্রহণ করলেও এই প্রথম টানা দুটো বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছে ইরান। দলের ধারাবাহিক এই খেলাই আশা জাগাচ্ছে কুইরোজেকে।

সংবাদ সম্মেলনে এসে কুইরোজ জানান, ‘প্রথম ম্যাচ সবসময়ই বিশেষ কিছু হয়। আগামীকালের (শুক্রবার) ম্যাচটি মরক্কো আর ইরান দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ। দু’দলেই ভালো কিছু খেলোয়াড় আছে আর দু’দলই জয়ের জন্য মাঠে নামবে। এটা বললে পুরো মিথ্যা হবে, যে কেউ বিশ্বকাপে কোনো চাপ না নিয়েই খেলতে আসে। তবে হ্যাঁ, অবশ্যই মাঠে আমদের তা মেনেই চলতে হবে। ফুটবল খেলার সেরা ওষুধ হচ্ছে মাঠে গোল আর আমরা বিজয় উদযাপন করতেই রাশিয়া এসেছি।’

আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯টায় ৬৭ হাজার ধারণক্ষমতা সম্পন্ন সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে খেলতে নামবে ইরান-মরক্কো।

Advertisement

এসএস/আইএইচএস/বিএ