দেশজুড়ে

নীলফামারীতে আগাম পারিজা ধান কাটা শুরু

পারিজা ধানের কাটাই মাড়াই শুরু হয়েছে নীলফামারীসহ উত্তরাঞ্চলে। স্বল্প মেয়াদি এই আগাম ধানটি বোরো আবাদের পর কৃষকরা আবাদ করেছিল। এখন পাকিজা ধানটি জমি থেকে কর্তনের পর সেই জমিতে কৃষকরা চলতি আমন ধানের চাষ করবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছর নীলফামারী জেলায় স্বল্প মেয়াদি আমন, সরিষা, আলু, মুগডাল, আউশ শস্য বিন্যাসের আওতায় মোট ৩০০ জন কৃষকের মাধ্যমে ৩০০ বিঘা জমিতে পারিজা ধান আবাদ করা হয়েছে। পারিজা ধান স্বল্প মেয়াদি জাতের ধান যা মাত্র ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে কর্তন করা যায় এবং গড় ফলন প্রতি হেক্টরে ৩ দশমিক ৫ মেট্রিক টন (বিঘা প্রতি গড়ে ১২ মণ) হয়ে থাকে।চলতি বছর রংপুর বিভাগের আট জেলায় এক হাজার ৫০০ কৃষকের মাধ্যমে দেড় হাজার বিঘা জমিতে এই ধান আবাদ করা হয়। এর মধ্যে নীলফামারীতে তিনশত বিঘা, গাইবান্ধায় তিনশত বিঘা, দিনাজপুরে চারশত বিঘা, রংপুরে একশত বিঘা, লালমনিরহাটে একশত বিঘা, ঠাকুরগাঁয়ে দেড়শত বিঘা এবং পঞ্চগড়ে দেড়শত বিঘা। রোববার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামে শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও আরডিআরএস বাংলাদেশের যৌথ আয়োজনে কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) এর সহযোগিতায় পারিজা ধান প্রদর্শনী উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল হক প্রমুখ। জাহেদুল ইসলাম/এআরএ/পিআর

Advertisement