জাতীয়

লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তথ্য প্রযুক্তি আইনে ডাক, টেলিযোগাযোগ-তথ্য প্রযুক্তি মন্ত্রী  আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও মামলা দায়েরের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ বুধবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন। রিটে মন্ত্রিসভা থেকে তাকে অপসারণ করতেও নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে আইন করতে রুল জারির আর্জি জানানো হয়েছে।মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা মূখ্য মহানগর হাকিম ও তথ্য প্রযুক্তি ট্রাইব্যুনালকে রিটে বিবাদী করা হয়েছে।

Advertisement

 

এদিকে হজ ও তবলিগ জামাত নিয়ে কটূক্তির অভিযোগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে মোট ৭টি মামলা হয়েছে।