খেলাধুলা

যেমন হবে রাশিয়ার বিপক্ষে সৌদির একাদশ

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’- ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র কয়েকঘণ্টা। বাংলাদেশ সময় রাত আজ রাত ৯টায় রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে খেলতে মাঠে নামবে স্বাগতিক দেশ রাশিয়া আর সৌদি আরব। সামর্থ্যের দিক থেকে অন্য দলগুলোর তুলনায় এ দু’দল তলানিতে থাকলেও নিজেদের মাঝে যে হাড্ডা-হাড্ডি লড়াই হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Advertisement

তবে শেষ পাঁচ ম্যাচে দুই জয় আর তিন হার নিয়ে রীতিমত চাপে রয়েছেন বর্তমান সৌদি আরব কোচ হুয়ান আন্তোনিও পিজ্জি। যদিও শীষ্যদের তিনি হাই প্রেস ফুটবলই খেলাবেন বলে নিশ্চিত করেছেন সংবাদ সম্মেলনে।

রাশিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে পিজ্জি জানান, ‘আমরা মাঠে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করে তাদের উপর আমাদের কতৃত্ব ধরে রাখতে চাই। আমার মূল লক্ষ্যই রাশিয়াকে হারানো। আমরা তৈরি এবং মোটেও ভীত নই।’

পিজ্জির ৪-২-৩-১ ফরমেশনের ট্রাম্প কার্ড তার দলের তারকা স্ট্রাইকার আল-সাহলাভি।

Advertisement

উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের একাদশ

ফরমেশন : ৪-২-৩-১গোলরক্ষক : আব্দুল্লাহ আল-মায়ুফ।রক্ষণভাগ : ইয়াসের আল-শাহরানি, মানসুর আল-হারবি, ওসামা হাওজাভি (অধিনায়ক), ওমর হাওজাভি।মধ্যমাঠ : তাইসির আল-জসিম, সালমান আল-ফারাজ, আব্দুল্লাহ ওতায়েফ, সালেম আল-দাওসারি, ইয়াহইয়া আল-শেহরি।আক্রমণভাগ : মোহাম্মাদ আল-সাহলাভি।

আইএইচএস/পিআর

Advertisement