খেলাধুলা

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেরা রোনালদোর পর্তুগাল

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি আধুনিক বিশ্বকাপ হতে যাচ্ছে আজ থেকে শুরু হতে যাওয়া রাশিয়া বিশ্বকাপ। আধুনিকায়নের এই যুগে বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতির ভিত্তিতে সেরা দল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

Advertisement

ফার্নান্দো সান্তোসের দলের খেলোয়াড়দের ফেসবুক, টুইটার এবং ইন্সটাগ্রাম মিলে রয়েছে ৩৬০ মিলিয়ন বা ৩৬ কোটি অনুসারী। এর মধ্যে দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর একারই রয়েছে ৩২০ মিলিয়ন বা ৩২ কোটি অনুসারী। রোনালদোর প্রতিদ্বন্দ্বী নেইমার জুনিয়র এবং লিওনেল মেসির অনুসারীর সংখ্যা যথাক্রমে ১৯২ মিলিয়ন এবং ১৮১ মিলিয়ন।

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রধান কোচ হুলেন লোপেতেগুইকে বহিষ্কার করে আলোচনার জন্ম দিয়েছে স্পেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পিছিয়ে নেই তারা। ‘লা রোজা’দের বিশ্বকাপ স্কোয়াডে থাকা সব খেলোয়াড়দের সম্মিলিত অনুসারী সংখ্যা ৩৩৩ মিলিয়ন। স্প্যানিশ খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ৭৩ মিলিয়ন অনুসারী রয়েছে আন্দ্রেস ইনিয়েস্তার।

বিশ্বকাপের ৩২ দলের ৭৩৬ জন খেলোয়াড়ের সম্মিলিত ফলোয়ার সংখ্যা আড়াই বিলিয়ন।

Advertisement

এসএএস/জেআইএম