খেলাধুলা

আফগানদের অভিষেক টেস্টে ধাওয়ানের ইতিহাস

সারা বিশ্বে চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। সন্ধ্যায় পর্দা উঠবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ এর। বিশ্বকাপের এই ডামাডোলের মাঝেই শুরু হয়েছে আফগানিস্তানের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ। এই উপলক্ষ্যটা যদিও আফগানদের জন্য রঙিন, কিন্তু এটি রাঙিয়েছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান।

Advertisement

টেস্ট ইতিহাসের মাত্র ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনেই সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিনি। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ১০৪ রানে অপরাজিত থাকেন ৮৭ বলে সেঞ্চুরি করা ধাওয়ান। মধ্যাহ্ন বিরতির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ১৯ চার এবং ৩ ছক্কার মারে ১০৭ রান করে ফিরেছেন সাজঘরে।

ধাওয়ানের ঝড়ো সেঞ্চুরিতে আফগানদের বিপক্ষে ছড়ি ঘোড়াচ্ছে ভারত। এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৬ রান রেটে ৩৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৯০ রান করেছে তারা। আফগানিস্তানের দুই স্পিনার রশিদ খান এবং মুজিব উর রহমান খুব খরুচে বোলিং করেছেন।

টেস্ট ক্রিকেটে প্রথম দিনের প্রথম সেশনের সেঞ্চুরিয়ানরা:

Advertisement

ভিক্টর ট্রাম্পার (অস্ট্রেলিয়া) – ১০৩* বনাম ইংল্যান্ড, ১৯০২চার্লি ম্যাককার্টনি (অস্ট্রেলিয়া) - ১১২* বনাম ইংল্যান্ড, ১৯২৬ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া) – ১০৫* বনাম ইংল্যান্ড, ১৯৩০মজিদ খান (পাকিস্তান) – ১০৮* বনাম নিউজিল্যান্ড, ১৯৭৬ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) – ১০০* বনাম পাকিস্তান, ২০১৭শিখর ধাওয়ান (ভারত) – ১০৪* বনাম আফগানিস্তান, ২০১৮

*উপরিল্লিখিত রানগুলো মধ্যাহ্ন বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ

এসএএস/আরআইপি

Advertisement