দেশজুড়ে

ফেরি থেকে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রী

পাটুরিয়া ঘাটে ভিড়ের মধ্যে হড়োহুড়ি করে চলন্ত ফেরিতে উঠতে গিয়ে এক যাত্রী নদীতে পড়ে যান। পরে পুলিশ, বিআইডব্লিউটিসি কর্মকর্তারা তাকে উদ্ধার করায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ৪ নম্বর ঘাট থেকে হযরত শাহজালাল ফেরিটি দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। এ সময় অনেক যাত্রী চলন্ত ফেরিতেই হুড়োহুড়ি করে উঠছিলেন। তাদের সঙ্গে উঠতে গিয়ে ৩০-৩৫ বয়সী ওই যুবক ফেরি থেকে যমুনা নদীতে পড়ে যান।

এ সময় ওই ঘাটে থাকা বিআইডব্লিউটিসির সহকারী জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান ও কর্তব্যরত পুলিশ সদস্যরা চালককে দ্রুত ফেরিটির ইঞ্জিন বন্ধ করতে বলেন। পরে ফেরিতে থাকা রশি ফেলে তাকে টেনে উপরে তোলা হয়। মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীমও এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন।

বিআইডব্লিউটিসির সহকারী জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান জানান, দ্রুত ফেরির ইঞ্জিন বন্ধ করা না হলে ওই যুবক ঢেউয়ের মধ্যে পড়ে ফেরির তলদেশে চলে যেতে। এতে করে তাকে আর বাঁচানো সম্ভব হতো না।

Advertisement

পরে ওই যুবককে চন্দ্র মল্লিকা নামে একটি ইউটিলিটি ফেরিতে তুলে দেয়া হয়।

বি.এম খোরশেদ/এফএ/আরআইপি