খেলাধুলা

ক্যান্সারে আক্রান্ত কিউই কিংবদন্তি রিচার্ড হ্যাডলি

অন্ত্রে ক্যান্সার ধরা পড়েছে নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রিচার্ড হ্যাডলির। তার স্ত্রী লেডি ডিয়ান হ্যাডলির বরাত দিয়ে এই খবরটি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, টিউমার অপসারণে অস্ত্রোপচারও করানো হয়েছে ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে।

Advertisement

কিউই ক্রিকেটের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, 'তিন বছর ধরে নিয়মমাফিক কলোনোস্কোপি করাতে হচ্ছে রিচার্ডকে। গত মাসে এই পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে অন্ত্রের ক্যান্সার। টিউমার অপারেশনে ওই সময় তার অস্ত্রোপচার করানো হয়। অপারেশনের পর তিনি খুব ভালোভাবেই সেরে উঠেন। তবে ঝুঁকি এড়াতে তাকে দ্রুততম সময়ের মধ্যে কেমোথেরাপি দেয়া হবে। আশা করা হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে তিনি পুরোপুরি সেরে উঠবেন।'

৬৬ বছর বয়সী হ্যাডলিকে নিউজিল্যান্ডের ইতিহাসেরই সেরা ক্রিকেটার ধরা হয়। আশির দশকে ইমরান খান, ইয়ান বোথাম আর কপিল দেবের সঙ্গে তার নামটিও বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় ছিল। ৪৩১ টেস্ট উইকেট নিয়ে তিনি যখন অবসর নেন, তখন সেটিই ছিল বিশ্বরেকর্ড। ৮৬ টেস্টের ক্যারিয়ারে ২৭.১৬ গড়ে ৩১২৪ রানও আছে হ্যাডলির।

এমএমআর/পিআর

Advertisement