খেলাধুলা

কোচ ওয়েঙ্গার, খেলোয়াড় জিদান

২০১৭-১৮ মৌসুম শেষে নিজ নিজ ক্লাব থেকে পদত্যাগ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান এবং আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার। নতুন মৌসুমে তারা কোন ক্লাবের দায়িত্ব নেবেন তা এখনো নিশ্চিত হয়নি। তবে নতুন দায়িত্ব পাওয়ার আগে দুজনই ফিরেছেন মাঠে।

Advertisement

টানা ২২ বছর আর্সেনালের ডাগআউটে দাঁড়ানো ওয়েঙ্গার মাঠে ফিরেছেন কোচ হিসেবেই। তবে আড়াই মৌসুম রিয়াল মাদ্রিদকে কোচিং করানো জিদান ফিরেছেন খেলোয়াড় হিসেবে। জিদান শুধু মাঠেই ফেরেননি, হারিয়েও দিয়েছেন আর্সেন ওয়েঙ্গারের দলকে।

ঘটনা ফ্রান্সের বিশ্বকাপ জয়ের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচের। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী একাদশের মুখোমুখি হয়েছিল ফিফা কর্তৃক নির্ধারিত ১৯৯৮ সালের একাদশ। ফিফা ’৯৮ একাদশের কোচের দায়িত্বে ছিলেন ওয়েঙ্গার। অন্যদিকে ফ্রান্স ’৯৮ একাদশের হয়ে খেলেছেন জিদান।

ম্যাচে ওয়েঙ্গারের ফিফা একাদশকে ৩-২ গোলে হারিয়েছে জিদানের ফ্রান্স একাদশ। ফ্রান্সের হয়ে গোল তিনটি করেন ওয়েঙ্গারের সাবেক শিষ্য থিয়েরি অঁরি, জিদান এবং ভিনসেন্ট ক্যান্ডেলা। ফিফা একাদশের হয়ে দুই গোল শোধ করেন ফার্নান্দো মরিয়েন্তেস এবং গাইজকা মেনদিয়েন্তা।

Advertisement

এসএএস/পিআর