খেলাধুলা

আর কখনো ৭-১ দেখতে চান না রোনালদো

বিশ্বকাপ ফুটবল যতদিন থাকবে ততদিন ব্রাজিলকে এই হারের কলঙ্ক মাথায় বয়ে নিয়ে বেড়াতে হবে। ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলের হার এখনো মেনে নিতে পারেন না ব্রাজিলিয়ানরা। বিশ্বকাপের সেমিফাইনাল ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার এখন তাঁতিয়ে বেড়ায় কিংবদন্তি ফুটবলার রোনালদোকে।

Advertisement

কি ব্রাজিলিয়ান, কি জার্মান, কি সাধারণ ফুটবল সমর্থক! সবার কাছে এটা বেশ আশ্চর্যের ছিল। ব্রাজিলের মত দল বলেই আশ্চর্যের মাত্রাটা একটু বেশিই বৈকি। সেমিফাইনালের আগে ইনজুরিতে পড়ায় সেই ম্যাচে খেলেননি নেইমার। এক ম্যাচ বহিষ্কার থাকায় ছিলেন না রক্ষণভাগের সেরা খেলোয়াড় থিয়াগো সিলভাও। তবুও রোনালদোর কাছে এই হারের কোন ব্যাখ্যা নেই।

সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ফুটবলার বলেন, ‘আমি নিজেও অবাক হয়েছিলাম। মুহূর্তটি অকল্পনীয় ছিল। আমরা আশা করবো সে রকম কিছু আর কখনো ঘটবে না। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তখন আমার কী অবস্থা হয়েছিল।’

সেই ম্যাচ হারার পর বরখাস্ত হন কোচ স্কলারি। দুঙ্গা এসেও সাফল্য এনে দিতে পারেননি। তিতের অধীনে ব্রাজিল এখন অন্য ঘরনার ফুটবল খেলছে। সময়ের সাথে সাথে সেই বাজে ইতিহাসও একদিন মুছে যাবে। রোনালদো বলেন, ‘কিন্তু ফুটবল হচ্ছে মহান একটি খেলা কারণ এখানে আপনার ইতিহাস বদলানোর সুযোগ থাকে।’

Advertisement

আরআর/এমএস