অনেক ব্রাজিলিয়ান সমর্থক এখনো মনে করেন, ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে নেইমার থাকলে বোধহয় ফলাফলটা অন্যরকম হতে পারতো। বিশ্বকাপের মতো বড় মঞ্চে নেইমারের প্রভাব কতটা প্রকট সেটা ইতোমধ্যে টের পেতে শুরু করেছে বিপক্ষ দলগুলো। সেই নেইমারের উপরেই আস্থা রাখছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো।
Advertisement
ব্রাজিলের ২০০ মিলিয়ন মানুষের স্বপ্নই শুধু তার কাঁধে নয়, তিনি দেশটির ভরসার জায়গা থেকে একদম কেন্দ্রবিন্দুতে। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘সে প্রস্তুত। আমাদের সব আশাই তাকে নিয়ে। আমরা আশা করবো, সে আমাদের সেরা গোলদাতা হবে বিশ্বকাপে এবং ব্রাজিলকে চ্যাম্পিয়ন করবে। আমরা একদম প্রস্তুত। ট্রফি জয়ের মতো ভালো দল রয়েছে আমাদের।’
ব্রাজিলের হয়ে ২০০২ সালে বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি রয়েছে রোনালদোর। সেই বিশ্বকাপে ৮ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুটও। ‘২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপই আমার সেরা বিশ্বকাপ। আমরা জিতেছিলাম। বিশ্বকাপের আগে আমি ইনজুরিতে পড়েছিলাম যেটা থেকে সুস্থ হতে আমাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছিল।’
১৬ বছর বিশ্বকাপে কোন শিরোপার স্বাদ পায়নি ব্রাজিল। ব্রাজিলের জন্য এটা লম্বা সময় বলে মনে করেন রোনালদো। ‘মানুষ আরেকটি বিশ্বকাপ জয়ের জন্য মুখিয়ে আছে। অনেক সময় তো হলো। বিশ্বাস করুন, আমাদের জন্য এটা সত্যিই অনেক সময়।’
Advertisement
আরআর/এমএস