রাজনীতি

গ্রেফতার বাণিজ্য এখন নিয়ম : ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দলটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক ইমেইল বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

Advertisement

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি অবিলম্বে গ্রেফতার সুলতান সালাহ উদ্দিন টুকুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী তাদের কাঙ্ক্ষিত একদলীয় শাসনকে চিরস্থায়ী রূপ দিতে বিরোধীপক্ষের নেতা-কর্মীদের অব্যাহত গতিতে মিথ্যা, উদ্ভট ও বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেফতার করছে এবং জুলুম নির্যাতন চালাচ্ছে। বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে হেনস্তা করার কূটকৌশল এখন প্রকট আকার ধারণ করেছে।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘বর্তমান ভোটারবিহীন সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে অগ্রাহ্য করে সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর থেকে বিরোধী নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে। একদিকে দুর্নীতি-দুঃশাসন অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, খুন, জখম চালিয়ে দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে।’

Advertisement

মির্জা ফখরুল বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গ্রেফতার বাণিজ্য এখন নিয়মে পরিণত হয়েছে। গতরাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুকে গ্রেফতার বর্তমান শাসকগোষ্ঠীর অপরাজনীতির আরও একটি উদাহরণ।’ কেএইচ/জেডএ/আরআইপি