দেশজুড়ে

রামুতে ঢলের পানিতে শিশুর মৃত্যু

কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের পশ্চিমবোমাংখিল গ্রামে ঢলের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

Advertisement

মৃত শিশু মোহাম্মদ জুনায়েদ (৩) পশ্চিম বোমাংখিল এলাকার নুরুল হুদার ছেলে। গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢলের পানি লোকালয়ে ঢুকায় নিচু এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে ছুটছিল নুরুল হুদার পরিবার। এরই মধ্যে তার শিশু সন্তান জুনায়েদ পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা অল্পক্ষণ পর তাকে উদ্ধার করে গর্জনিয়া বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

গর্জনিয়া ইউনিয়নের উদ্যোক্তা শাহারিয়ার ওয়াহেদ চৌধুরী বলেন, কয়েক দিনের ভারি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যা দেখা দিয়েছে। গর্জনায়া সেতুর ঝুঁকিপূর্ণ এপ্রোচটি নদীগর্ভে ফের বিলীন হতে চলেছে।

Advertisement

কচ্ছপিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে দোছড়ি নারিকেল বাগান অংশটি আবারও ভেঙে যাচ্ছে।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি