খেলাধুলা

‘ম্যারাডোনাকে ছাপিয়ে যেতে বিশ্বকাপ জিততে হবে মেসিকে’

আর্জেন্টাইনদের কাছে ম্যারাডোনা এখনো বিশ্বসেরা ফুটবলার। ফুটবল ঈশ্বরও মানেন তাকে। এল দিয়েগোকে ছাপিয়ে যাওয়ার সব উপাদান নিয়েই বর্তমান যুগে আবির্ভাব মেসির। কিন্তু এখনো মেসিকে অনেকে ম্যারাডোনার সমতুল্য মনে করে না কারণ মেসির ঝুলিতে নেই বিশ্বকাপ। ইতালিয়ান ফুটবলের কিংবদন্তি আন্দ্রে পিরলোও মনে করেন ম্যারাডোনাকে ছাপিয়ে যেতে মেসির এক বিশ্বকাপই যথেষ্ট। ১৯৮৬ সালে ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। মেসির সেই অধরা ট্রফিটাই দরকার ম্যারাডোনাকে টপকানোর জন্য। সম্প্রতি গোলডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে পিরলো বলেন, ‘রাশিয়ায় বিশ্বকাপ জেতা মেসিও আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ। মেসিকে সব সময় ম্যারাডোনার সঙ্গে তুলনা করা হয়, কিন্তু তাঁর বিশ্বকাপ জেতা দরকার। কারণ, মেসি বিশ্বকাপ না জেতা পর্যন্ত ম্যারাডোনাকে ছাপিয়ে যেতে পারবে না।’

Advertisement

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি সম্পর্কে ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার বলেন, ‘আর্জেন্টিনার হাতে নিজেদের গুছিয়ে নেওয়ার মতো যথেষ্ট সময় আছে। সঠিক খেলোয়াড় খুঁজে বের করে সঠিকভাবে প্রয়োগ করলে বিশ্বকাপে ভালো করা সম্ভব হবে আর্জেন্টিনার জন্য। তবে স্পেনের সঙ্গে বড় ব্যবধানে হার রাশিয়া যাওয়ার আগে আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা হতে পারে। আর্জেন্টিনা তা নিশ্চয়ই কাটিয়ে উঠবে।’

পিরলোর দেশ ইতালি এবারের বিশ্বকাপে অনুপস্থিত। নিজ দেশ না থাকায় কাউকেই এবারের বিশ্বকাপে সমর্থন করছেন না চলতি বছরেই ফুটবলকে বিদায় জানানো কিংবদন্তি এই ফুটবলার। ‘যেহেতু বিশ্বকাপে ইতালি নেই, আমি কাউকে সমর্থন দিচ্ছি না। প্রতিটা ম্যাচ শুধু দেখে যাব। তবে আমার মতে, এবার বিশ্বকাপে ভালো করবে ব্রাজিল। ইংল্যান্ডের কেনের ওপর চোখ রাখব, তার ওপর আমার অনেক আশা আছে।’

আরআর/জেআইএম

Advertisement