পাঁচ হাজার বা তার বেশি টাকার লেনদেন (ক্যাশ ইন এবং ক্যাশ আউট) হলেই এজেন্টকে ওই লেনদেনকারীর ছবি তুলে তথ্য সংরক্ষণ করার নির্দেশনা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। লেনদেনের ঝুঁকি কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কলার জারি করেছে।জারিকৃত সার্কলারে বলা হয়, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী ব্যাংক বা সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ বিষয়গুলো প্রতিপালনের জন্য একটি চিঠি পাঠানো হয়েছে।এতে বলা হয়েছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সংশ্লিষ্ট সব হিসাবের গ্রাহক পরিচিতি ফরমে (নো ইওর ক্লায়েন্ট- কেওয়াইসি) প্রদত্ত তথ্যের সঙ্গে মোবাইল সিমের নিবন্ধন তথ্যাবলী নির্ভুলকরণ এবং অপরাধমূলক লেনদেনের ঝুঁকি হ্রাসকল্পে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে।এ বিষয়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী ব্যাংক বা সাবসিডিয়ারী প্রতিষ্ঠানগুলোর গৃহীত ব্যবস্থাদি আগামী ৩১ আগস্ট এবং পরবর্তী ছয় মাসে মাসিক ভিত্তিতে এ বিষয়ক অগ্রগতি প্রতিবেদন প্রেরণের (প্রতি মাসের বিবরণী পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে) জন্য নির্দেশ দেয়া হয়েছে।বিএ
Advertisement