বিনোদন

বৈশাখী টেলিভিশনে ৭ দিনব্যাপী ঈদের আয়োজন

বৈশাখী টেলিভিশনে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। দর্শকের কথা চিন্তা করেই ৭দিনের ঈদ অনুষ্ঠানমালায় থাকছে ৭টি একক নাটক, ৪টি ধারাবাহিক নাটক, ১৪টি সিনেমা, প্রিয় শিল্পীর গানে মিউজিক্যাল শো’সহ নানা আয়োজন।

Advertisement

এ উপলক্ষে বিস্তারিত জানাতে গেল ১০ জুন চ্যানেলটির নিজস্ব কার্যালয়ে বিনোদন সাংবাদিকদের সৌজন্যে এক ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক জনাব টিপু আলম, উপদেষ্টা অনুষ্ঠান ও বিপনন বেনু শর্মা, মহাব্যবস্থাপক সরদার রউফ, হেড অব ব্রডকাস্ট মোস্তাফিজুর রহমান পলাশ, অনুষ্ঠান প্রধান আহসান কবির, নির্বাহী প্রযোজক লিটু সোলায়মান, ইনচার্জ-মার্কেটিং এ্যান্ড সেলস রাশেদ সীমান্তসহ আরও অনেকে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ঈদ আয়োজন নিয়ে বলতে গিয়ে উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক জনাব টিপু আলম বলেন, ‘দর্শকদের ভালোবাসা আর প্রশংসাকে পুঁজি করে বরাবরের মতো এবার ঈদেও বর্ণাঢ্য আয়োজন থাকছে বৈশাখী টেলিভিশনে। আশা করি দর্শক আমাদের চ্যানেলে ঈদের বিনোদনে স্বস্তি পাবেন।’

অনুষ্ঠানে জানানো হয় ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিন ৮টা ১০মিনিটে প্রচারিতব্য ৭টি একক নাটকের মধ্যে প্রথম দিন প্রচার হবে সিদ্দিকুর রহমানের রচনা ও পরিচালনায় ‘মেইড ইন ফরেন-২’। অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান,আ খ ম হাসান,আহছানুল হক মিনু প্রমুখ। দ্বিতীয় দিন প্রচার হবে শফিকুর রহমান রহমান শান্তনুর রচনা এবং অনন্য ইমনের পরিচালনায় ‘মায়া গাছ’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও সুমাইয়া শিমু। তৃতীয় দিন প্রচার হবে শফিকুর রহমান শান্তনুর রচনা ও লিটু সোলায়মানের পরিচালনায় ‘বিয়া হইতে সাবধান’। অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী,আল মনসুর,হাসান জাহাঙ্গীর,নাজিরা মৌ,দিলু প্রমুখ। চতুর্থ দিন প্রচার হবে শৌর্য দীপ্ত সূর্য’র রচনা ও পরিচালনায় ‘রিং মাস্টার বাবুর ঘোড়া’। অভিনয়ে জাহিদ হাসান,নাদিয়া,তারেক স্বপন প্রমুখ।

Advertisement

৫ম দিন প্রচার হবে ‘যেই লাউ সেই কদু’। টিপু আলমের গল্পে নাট্যরূপ দিয়েছেন বেনু শর্মা। পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয় করেছেন অহনা, রাশেদ সীমান্ত, লিটু সোলায়মান, হায়দার, অলিউল রুমী, মিলন ভট্ট, দিলু প্রমুখ।

৬ষ্ঠ দিন প্রচার হবে জিয়াউর রহমান জিয়ার রচনা ও পরিচালনায় ‘চতুর্থ শ্রেণির ধর্মঘট’। অভিনয় করেছেন আ খ ম হাসান, শামীম জামান, নাদিয়া নদী, জুলফিকার চঞ্চল, বড়দা মিঠু, নাজিরা মৌ প্রমুখ। ৭ম দিন প্রচার হবে মেজবাহ উদ্দীন সুমনের রচনা ও আরিফ এ আহনাফের পরিচালনায় ‘চোর সম্মেলন’। অভিনয় করেছেন,আ খ ম হাসান, অর্পণা ঘোষ প্রমুখ।

বৈশাখীতে ঈদের ৪টি ধারাবাহিক হলো ব্রেক ফেইল-৩, চশমা পরিবার, মিস আমলাপাড়া এবং হাই প্রেসার-২। ঈদের ৭দিনের এসব ধারাবাহিকের মধ্যে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে টিপু আলমের গল্প অবলম্বনে নাটক ‘ব্রেক ফেইল-৩’। রচনা ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। অভিনয় করেছেন সাজু খাদেম,সিদ্দিকুর রহমান,মিশু সাব্বির,অহনা,রুমি,হায়দার,আকাশ রঞ্জন,প্রমুখ।

রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে ‘চশমা পরিবার’। বরজাহান হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম,শখ,শামীম জামান, আ খ ম হাসান,ফারুক আহমেদ,মনিরা মিঠু প্রমুখ। রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে জাকির হোসেন উজ্জলের রচনা ও মিলন ভট্টের পরিচালনায় ‘মিস আমলাপাড়া’। অভিনয়ে জাহিদ হাসান,শখ,মিলন ভট্ট,কচি খন্দকার,জামিল প্রমুখ। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় ‘হাই প্রেসার-২’। অভিনয় করেছেন মোশাররফ করিম,নাদিয়া,ফারুক আহমেদ,আ খ ম হাসান,জামিল প্রমুখ।

Advertisement

আর প্রচারিতব্য ১৪টি সিনেমার মধ্যে ঈদের দিন দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে ‘ভালবাসা দিবি কিনা বল’। শাকিব খান, অপু বিশ্বাস অভিনীত এ সিনেমার পরিচালক হলেন উত্তম আকাশ। রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে মনোয়ার খোকন পরিচালিত মান্না, মৌসুমী, আনোয়ারা, রাজিব, সাদেক বাচ্চু প্রমুখ অভিনীত সিনেমা ‘সত্য মিথ্যার লড়াই’।

ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ২০ মিনিটে থাকছে রিয়াজ, পূর্ণিমা, মৌসুমী অভিনীত এস এ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’। রাত ১১টা ৪৫ মিনিটে দেখানো হবে এফ আই মানিক পরিচালিত শাকিব খান, অপু বিশ্বাস, সুচরিতা, মিশা সওদাগর, আহমেদ শরিফ অভিনীত ‘যদি বউ সাজো গো’। তৃতীয় দিন দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে ‘প্রেমিক নাম্বার ওয়ান’।

রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে এফ আই মানিক পরিচালিত ‘দুই বধু এক স্বামী’। চতুর্থ দিন দুপুর ২টা ২০মিনিটে প্রচার হবে রিয়াজ, পূর্ণিমা, রাজ্জাক, দিতি, আফজাল শরিফ অভিনীত ‘আকাশ ছোঁয়া ভালবাসা’। পরিচালনা এস এ হক অলিক।রাত ১১টা ৪৫ মিনিটে দেখানো হবে শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘তোমাকে বউ বানাব’।

৫ম দিন দুপুর ২টা ২০মিনিটে প্রচার হবে শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘জিদ্দি মামা’। রাত ১১টা ৪৫মিনিটে প্রচার হবে এফ আই মানিক পরিচালিত ‘এ বাঁধন যাবে না ছিড়ে’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ ও শাবনূর। ৬ষ্ঠ দিন দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে রাজু চৌধুরী পরিচালিত ‘সাহেব নামে গোলাম’। অভিনয় করেছেন শাকিব খান, মৌসুমী, সাহারা, নিরব প্রমুখ। রাত ১১টা ৪৫ মিনিটে থাকছে সিদ্দিক জামাল নান্টু পরিচালিত,উজ্জল,শতাব্দী রায়,মান্না,মৌসুমী,ফেরদৌস অভিনীত ‘চিটার নাম্বার ওয়ান’। ৭ম দিন দুপুরে প্রচার হবে মোহাম্মদ হোসেন পরিচালিত শাকিব খান, নিপুণ, সাহারা, মিশা সওদাগর প্রমুখ অভিনীত ‘বস নাম্বার ওয়ান’। রাতে প্রচার হবে শাহীন সুমন পরিচালিত ‘ধোকা’। এ ছবিতে অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা, মিশা সওদাগর প্রমুখ।

বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনের অন্যতম আকর্ষণ জনপ্রিয় গানের অনুষ্ঠান সোনালী দিনের স্বর্ণালী গান। প্রতিদিন সকাল ১১টায় এ অনুষ্ঠান প্রচার হবে ঈদের ৭দিন। এ অনুষ্ঠানে গান গাইবেন, সালমা, আশিক, রাজিব, লিজা, মুহিন, ঝিলিক, আলিফ, রাফাত, লাবন্য, লুইপা, বিন্দুকনা, হৈমন্তী, নন্দিতা, বৃষ্টি, উপমা ও ইউসুফ। এ অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থাপনা করেছেন শান্তা জাহান, দিঠি আনোয়ার, আফরিন অথৈ ও কাজী নওশাবা।

প্রতিদিন চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’ প্রচার হবে দুপুর ১টায়। এ ছাড়া নাটকের গান, ‘ফানি মোমেন্ট’সহ নানা আয়োজন থাকবে।

এলএ/এমএস