জাপানে ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সম্প্রতি জাপানের টোকিও হিগাসিজুজো ফোরিকান হলে এ ইফতার মাহফিল আয়োজিত হয়।
Advertisement
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এমডি আলাউদ্দিন। সভাপতিত্ব করেন জাপান ছাত্রলীগের এস এম হাসান, পরিচালনা করেন জাপান ছাত্রলীগের নেতা আ. জলিল সরকার জনি।
সভায় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ। রোজা শব্দটি ফারসি। এর আরবি পরিভাষা হচ্ছে সওম, বহুবচনে বলা হয় সিয়াম। সওম অর্থ বিরত থাকা, পরিত্যাগ করা। পরিভাষায় সওম হলো আল্লাহর সন্তুষ্টি কামনায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তসহকারে পানাহার থেকে বিরত থাকা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপান ছাত্রলীগসহ বিপুল সংখ্যক প্রবাসী। এছাড়া এস এম হাসানুর রহমান রুহল আমিন মামুন, দেওয়ান রাতুল, রাইসুল ইসলাম রকি, সাবরান, নাদিম মাহমুদ, আশিক প্রমুখ।
Advertisement
এমআরএম/এমএস