কৃষি ও প্রকৃতি

যেভাবে বেগুন গাছে টমেটো চাষ করবেন

শুনলে অবাক হতেই পারেন। তবে অবাক হওয়ার মতো খবর কিন্তু নয়। কলমের সাহায্যে এটা অসম্ভব কিছু নয়। অনেকেই বেগুন গাছে টমেটোর চাষ করে সাফল্য পেয়েছেন।

Advertisement

জমিতে বেগুন গাছে টমেটোর কলম করে চাষ করতে পারেন। এটি একটি ভালো পদ্ধতি। এর মাধ্যমে কম জমিতে কম সময়ে বেশি সবজি উৎপাদন করতে পারেন। এমনকি বাড়ির ছাদে টবেও এগুলো চাষ করা যায়।

আরও পড়ুন- জ্যৈষ্ঠ মাসে শাক-সবজির যত্ন নিন

এর জন্য টমেটো গাছের ডগা কেটে বেগুন গাছের সঙ্গে কলম করতে পারেন। কিছুদিন পর দেখবেন টমেটোর ডগাগুলো যেন মরে না যায়। মরে না গেলে সেগুলো বেগুনের ডগার মতোই বড় হবে।

Advertisement

মাস খানেক পরে দেখবেন বেগুন গাছে টমেটোর ডগায় টমেটো ধরেছে। এতে একেকটি গাছ থেকে প্রায় ২ কেজি করে টমেটো পাওয়া যাবে।

এসইউ/জেআইএম