খেলাধুলা

‘উয়েফা থেকে পিএসজিকে বহিষ্কার করা উচিৎ’

বিগত কয়েক বছর যাবত দলবদলের বাজারে টাকার বস্তা নিয়ে নামছে পিএসজি। নেইমারকে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে কেনার পর এমবাপ্পেকেও ১৪৭ মিলিয়ন ইউরো দিয়ে মোনাকোর কাছ থেকে কিনে নেয় তারা। উয়েফার কোড অফ কন্ডাক্ট অনুযায়ী কোন দল এত টাকা এক মৌসুমে খরচ করতে পারে না। তবুও দিনের পর দিন সেটি করে যাচ্ছে পিএসজি।

Advertisement

পিএসজির এমন লাগামছাড়া খরচের প্রতিবাদ জানাতে লা লিগার প্রেসিডেন্ট জাভিয়ের তেবাস রেডিও অন্দা চিরোকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজিকে প্রতারক বলে আখ্যায়িত করেছেন। এছাড়া পিএসজির শাস্তি হওয়া উচিৎ বলে মনে করেন লা লিগার প্রেসিডেন্ট। মূলত দলবদলের বাজারে অঢেল টাকা খরচের জন্যই পিএসজিকে এক হাত নিয়েছেন তেবাস।

তেবাস বলেন, ‘আমি মনে করি, ইউরোপিয়ান প্রতিযোগীতাগুলো থেকে পিএসজির বহিষ্কার হওয়া উচিত। তারা অর্থনৈতিকভাবে প্রতারণা করেছে এবং তাদের প্রতারণার ভুক্তভোগীও রয়েছে; যাদের তারা হারিয়ে বিদায় করেছে।’

‘এই পিএসজি ইউরোপিয়ান ফুটবলের জন্য একটি সমস্যা। তবে ভালো খবর হচ্ছে সাধারণত উয়েফার সিদ্ধান্তে এর কোন প্রভাব থাকে না। কিন্তু এখন ‘জার্নাল দু দিমাঞ্চে’ জানিয়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে বহিষ্কার অচিন্তনীয়।’

Advertisement

ডিকেটি/আরআর/এমএস