দেশজুড়ে

সারাদেশের সঙ্গে বরিশালের বাস চলাচল বন্ধ

অটোরিকশা চালকরা বাস চলাচলে বাধা দেয়ায় অনির্দিষ্টকালের জন্য সারাদেশের সঙ্গে বরিশালের দুরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।রোববার সকালে টেম্পু শ্রমিকরা গৌরনদীতে সড়ক অবরোধ করে বাস চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে রাত সাড়ে ৭টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দুরপাল্লা রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়।এর আগে দুপুর সোয়া ১টার দিকে অভ্যন্তরীণ ১৬ রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেম্পু ও অটোরিক্সা শ্রমিকরা সকাল ৯টার দিকে গৌরনদী থেকে আগৈলঝাড়ার পয়সারহাট সড়ক অবরোধ করে ওই রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। বিক্ষোভকারী টেম্পু শ্রমিকরা সকাল ১০টায় বরিশাল-ঢাকা মহাড়কে অবরোধ করে।  ফলে মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা বেলা ১২টার দিকে মহাসড়ক থেকে সরে গেলে যানবহন চলাচল স্বাভাবিক হয়। গৌরনদী টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. ছাত্তার হাওলাদার জানান, যেহেতু মহাসড়কে টেম্পু ও অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাই মহাসড়ক থেকে বিভিন্ন উপজেলার শাখা সড়কগুলোতে বাস চলতে দেওয়া হবেনা।  এ দাবিতে টেম্পু শ্রমিকরা বিক্ষোভ করে গৌরনদী থেকে আগৈলঝাড়া উপজেলা সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।  জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইউনুস আলী খান জানান, টেম্পু শ্রমিকরা গৌরনদী-আগৈলঝাড়া সড়কে বাস চলাচলে বাধা দেওয়ায় প্রতিবাদে দুপুর সোয়া ১টার নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ১৬ রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান জানান, মহাসড়কে টেম্পু ও অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচলে উচ্চাদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।  বাস ধর্মঘট নিরসনের জন্য তিনি প্রশাসনিকভাবে উদ্যোগ নেবেন।সাইফ আমীন/এমএএস/এমআরআই

Advertisement