খেলাধুলা

পেনাল্টির জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড : কেইন

রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে আলাদাভাবে পেনাল্টি শুটআউট নিয়ে কাজ করছে ইংল্যান্ড দল। পেনাল্টিতে বরাবরই দুর্বল ইংলিশ দল। বিশ্বকাপে পেনাল্টি শুট আউটে সব চেয়ে বেশিবার বাদ পড়ার বাজে রেকর্ডের দখলদার এই ইংলিশদের দখলেই। তাই এবার বিশ্বকাপ শুরুর পূর্বেই পেনাল্টি শ্যুট আউট নিয়ে কাজ শুরু করে দিয়েছে পুরো ইংল্যান্ড দল। দলের আলাদা এই পেনাল্টি প্রস্তুতি নিয়ে কথা বলেছেন দলের অধিনায়ক হ্যারি কেইন।

Advertisement

সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে কেইন জানান, ‘আমরা পেনাল্টির জন্য বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছি, তবে প্রত্যেক অনুশীলনে না। তবে অনুশীলনের সময় আমরা যদি খুব বেশি ক্লান্ত হয়ে পড়ি। তখন কোচ আমাদের বল ঠেলে দেয় পেনাল্টি প্রস্তুতি নেওয়ার জন্য।’

১৯৯০, ১৯৯৮, ২০০৬ বিশ্বকাপে পেনাল্টি শুটআউটে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ‘থ্রি লায়ন্সদের। এছাড়া ইউরোতেও তিনবার এই পেনাল্টি ভাগ্যেই কপাল পোড়ে ইংলিশদের। একমাত্র ১৯৯৬ ইউরোতেই পেনাল্টিতে সাফল্য পায় ইংলিশ দল। সেবার স্পেনকে হারানোর যোগ্যতা অর্জন করলেও বাকি সব আসরে পেনাল্টি ভাগ্য অপয়াই ছিল লায়ন্সের জন্য।

পেনাল্টি প্রস্তুতি নিয়ে কেইন আরও বলেন, ‘আমরা যখন তখন পেনাল্টি প্রস্তুতি সেরে নিচ্ছি। তবে এ বিষয় নিয়ে খুব উচ্চবাচ্য করছি না। আসল কথা হলো, আমাদের বিশ্বাস করতে হবে সত্যিই এটা ভাগ্য নির্ধারণী কিছু। আর এটা আমাদের জন্য খুব খারাপ ইতিহাস বহন করে আসছে, কেননা গত ৫০ বছরে আমরা কিছুই জিততে পারিনি।’

Advertisement

এসএস/আরআর/এমএস