অর্থনীতি

৫০ বিলিয়ন ডলার আয়ের রোডম্যাপ দেবে বিজিএমইএ

পোশাক শিল্পে ২০২১ সালের মধ্যে রফতানি আয় ৫০ বিলিয়ন ডলার অর্জন করতে সরকারকে বিজিএমইএ রোডম্যাপ দেবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. আতিকুল ইসলাম। রোববার (২ আগস্ট) রাজধানীর বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।আতিকুল বলেন, আগামী ৬ আগস্ট বৃহস্পতিবার থেকে ৮ আগস্ট শনিবার পর্যন্ত চট্টগ্রাম র্যাডিসন হোটেলে বাংলাদেশ অ্যাপারেল সেফটি অ্যান্ড এক্সপো প্রদর্শনীতে এ রোডম্যাপের খসড়া সরকারের কাছে উপস্থাপন করা হবে।তিনি আরো বলেন, দেশের রফতানি-আমদানির ৯৫ শতাংশই আসে চট্টগ্রাম বন্দর দিয়ে। তাই আমরা এবার এ প্রদর্শনী চট্টগ্রামে আয়োজন করেছি। কি কি করলে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে তা লিখিতভাবে প্রদর্শনীতে বাণিজ্যমন্ত্রীর কাছে দেওয়া হবে।বর্তমানে পোশাক শিল্পের মূল বাধা জ্বালানি সমস্যা বলে মন্তব্য করে তিনি বলেন, দেশের পোশাক শিল্প কারখানায় জ্বালানি সরবরাহ সঠিকভাবে করা সম্ভব হলে ৫০ বিলিয়ন ডলার অর্জন করা কোনো কঠিন কাজ নয়। এ নিয়ে একাধিক কাজ আমরা করেছি।এ সময় আতিকুল আরো বলেন, এর আগে রাজনৈতিক সহিংসতায় দেশের ইমেজের সমস্যা হয়েছে। রাজনৈতিক সমস্যার সমাধান করতেই হবে। নয়তো আমরা কাজ করতে পারবো না।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ, সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজীম, সাবেক সহ-সভাপতি মো. সিদ্দাকুর রহমান প্রমুখ।উল্লেখ্য, ৬ আগস্ট বৃহস্পতিবার চট্টগ্রাম র্যডিসন হোটেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড সেফটি এক্সপোর উদ্বোধন করার কথা রয়েছে।আরএম/আরএস/আরআইপি

Advertisement