খেলাধুলা

রাশিয়ায় পা রাখলো তারকায় ঠাঁসা ফ্রান্স

২০ বছর বিশ্বকাপের বড় মঞ্চে নেই কোন সাফল্য। সর্বশেষ জিনেদিন জিদানের কল্যাণে ২০০৬ সালের বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল ’৯৮ এর বিশ্বকাপজয়ীরা। রাশিয়া বিশ্বকাপ জয়ের দিক দিয়ে বাজির দরে অন্য সবার থেকে অনেক এগিয়ে ফ্রান্স। তাই এবার কিছু অর্জনের জন্য রাশিয়ায় পা রাখলো দিদিয়ের দেশমের দল।

Advertisement

রোববার মস্কোর শেরেমেতভো এয়ারপোর্টে বিকেলে পা রাখে ফ্রান্স দল। কাজানে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এর আগে সেখানেই অনুশীলন করবে গ্রিজম্যানদের দল।

তারকায় ঠাঁসা দলটি সর্বশেষ ২০১৬ ইউরো কাপের ফাইনালে খেললেও শিরোপা বঞ্চিত থাকে। তার ওপর বিশ্বকাপ পূর্ব প্রস্তুতি ম্যাচগুলোতেও তেমন আশানরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি ফ্রান্স। সর্বশেষ ম্যাচে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলে ড্র করে।

আরআর/জেআইএম

Advertisement