ধর্ষণের চেষ্টায় গণপিটুনি খাওয়া রনিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার ঢাকা মহানগর হাকিম আহসান হাবিবের আদালতে এ রিমান্ড আবেদন করেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Advertisement
এর আগে মাহমুদুল হক রনিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
উল্লেখ্য, শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় চলন্ত গাড়িতে তরুণীকে ধর্ষণের চেষ্টায় গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে শেরেবাংলা নগর থানা পুলিশে সোপর্দ করা হয়। সেখানে রোববার ভুক্তভোগী ওই তরুণী মামলা করলে রনিকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শনিবার রাতে তারা (বাদি ও তার বান্ধবী) কলেজগেট এলাকায় মাহমুদুল হকের গাড়ি (ঢাকা মেট্রো-গ ২৯-৫৪১৪) থামিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেয়ার অনুরোধ করেন। কিছু দূর যাওয়ার পর এক তরুণীকে শিশুমেলায় নামিয়ে দেয়া হয়। গাড়িতে থাকা আরেকজনকে ধর্ষণ করে রনি।
Advertisement
এদিকে প্রাথমিক তদন্ত ও টেস্ট করার পর রনির শরীরে মদ পানের নমুনা পাওয়া গেছে। স্বাস্থ্যপরীক্ষা ও ধর্ষণের আলামত সংগ্রহের জন্য ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
জেএ/এএইচ/এমএস